মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে সদর উপজেলার মাদ্রা এলাকায় বসতঘর ভাংচুর ও লুটপাট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে মাদারীপুর জেলা আওয়ামীলীগের নেতারা।
রবিবার দুপুরে মাদ্রা এলাকার ফারুক হাওলাদারের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ খান। তিনি জানান, মাদারীপুর সদর উপজেলার নির্বাচন অশান্ত করার উদ্দেশ্যে ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের নের্তৃত্বে মাদক ব্যবসায়ী, বালু সিন্ডিকেটের মুল হোতা রুবেল খান ও সোহেল খানের সহযোগিতায় বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিতেছে। শনিবার মাদ্রা এলাকায় দেশিও অস্ত্র সহ মহরা দিয়ে প্রায় ১৫টি ঘড় বাড়ি ভাংচুর ও লুটপাট করে বলে দাবি করেন সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরো বলেন, একটি পক্ষ নির্বাচনে সাধারণ জনগণের মাঝে ভয়ভীতি প্রদর্শন করে জনমনে আতংক সৃষ্টি করতে চাইছে। তারা সুষ্ঠু নির্বাচন কে বাধাগ্রস্থ করতে চায়। তাই আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠ ও উৎসব মুখর অংশগ্রহণ মুলক করতে সকল সন্ত্রাসী ও অভিযুক্ত আসামিদের গ্রেফতার দাবি জানান।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে,যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক প্রমুখ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, শনিবার সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের উত্তর বোতলা গ্রামে নির্বাচনী বিরোধের জের ধরে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।