।। ময়মনসিংহ প্রতিনিধি ।।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খামার বাজারে অদ্য ৬ মে রোজ সোমবার বেলা ১০ টায় ব্র্যাকের নতুন অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানভির হায়দার, ইউপি সদস্য সোহাগ মিয়া, খামার বাজার কমিটির সভাপতি হাজী মোঃ আঃ বারী, কমিটির সদস্য চাঁন মিয়া, মোঃ হামিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির মুক্তাগাছা এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) পূর্ণিমা বর্মণ, মোঃ শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।