।। ময়মনসিংহ প্রতিনিধি ।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে গত ২ মে বিকাল আনুমানিক পৌনে ছয়টার দিকে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উক্ত অগ্নিকান্ডে গ্রামের ১৩ টি বাড়ী সম্পূর্নরূপে পুরে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯ টি পরিবারের ২৫০-৩০০ মন ধান, নগদ (৩-৪ লক্ষ) টাকা, ৪ টি ফ্রিজ, ৫ টি টিভি জামা কাপড়, ফার্নিচার, কোকারিজ সহ বাড়ীর সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ব্র্যাকের জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ঘটনাস্থলে যান এবং সরেজমিন পরিদর্শণ করেন। পরে ব্র্যাক উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জরুরী মিটিং করে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে ব্র্যাক প্রধান কার্যালয়কে বিষয়টি জানান এবং আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে মানবিক সহায়তা বাবদ নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত হয়। অদ্য ৬ মে সোমবার বেলা ৩ টায় ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। অন্যান্যের মধ্যে বানিহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন খন্দকার, ইউপি সদস্য মো: নুরুল ইসলামসহ ব্র্যাক জেলা সমন্বয়কানী মোঃ জাহাঙ্গীর আলম, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আশরাফ আলী, মোঃ আমজাদ হোসেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপকসহ ব্র্যাকের অন্যান্য কর্মসূচির কর্মকর্তা ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগুনে ক্ষতিগ্রস্থ ৯ টি পরিবারকে মানবিক সহায়তা বাবদ পরিবার প্রতি নগদ ১০ (দশ) হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ব্র্যাক সব সময় মানুষের যে কোন বিপদে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আজকে নলদিঘী গ্রামে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাড়িয়ে সহযোগিতা করে আবারও তার প্রমান রাখলো। ব্র্যাক এর এই ধরনের মহতী উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও অত্র এলাকাবাসীর পক্ষ ধন্যবাদ জানান।