- হিজলায় মৎস্য অধিদপ্তরে অভিযানে ৬লক্ষাধীক টাকা মূল্যের কারেন্ট জাল উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলায় মৎস্য অধিদপ্তরে অভিযানে ইলিশ শিকারের ৬৩ হাজার মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।
- রবিবার বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ এর যৌথ অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে। এসময় হিজলা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক পরিচালিত ভ্রাম্যমান আদালত ১ জনকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম। অভিযানে সহযোগীতা করেন হিজলা নৌ পুলিশ এর সাব ইন্সপেক্টর বশির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।