।। ময়মনসিংহ প্রতিনিধি ।।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে ৬ মে, ২০২৪ রোজ বুধবার ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টারে প্যানেল আইনজীবীদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসূচির ম্যানেজার (লিগ্যাল প্রটেকশন ও সেইফগার্ডিং) ব্র্যাক প্রধান কার্যালয় এডভোকেট এসএম নাজমুল হক। সভায় অন্যান্যের মধ্যে কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) বিশ্বনাথ কুন্ডু, ডেপুটি ম্যানেজার (ক্যাপাসিটি ব্লিন্ডিং) মোঃ রুহুল ইসলাম খান, সিনিয়র অফিসার (মিল) নূরুল আশেকিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কর্মসূচির ময়মনসিংহ জেলার জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস।
সভায় কর্মসূচি ম্যানেজার (লিগ্যাল প্রটেকশন ও সেইফগার্ডিং) বলেন, ব্র্যাক তার জন্মলগ্ন থেকে দেশের অসহায় ও দরিদ্র মানুষকে নানাভাবে সহযোগিতা করে চলেছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি দেশের ২৭ টি জেলার অসহায় মানুষকে আইনি সেবা প্রদান করে চলেছে। পাশাপাশি সমাজ থেকে বাল্য বিয়ে, নারী নির্যাতন বন্ধে নানা কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। কর্মসূচির সাথে সম্পৃক্ত হয়ে অসহায় মানুষকে আইনি সেবা প্রদানে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি প্যানেল আইনজীবীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ময়মনসিংহ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সৈয়দ এনায়েত-উর রহমান, পরিমল চন্দ্র সরকার, আফসারি মহল, মোঃ কুতুব উদ্দীন, আব্দুর কাদের, নাজমুল হক টুটুল, সুবির চৌধুরীসহ জেলার ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের এ্যাডভোকেট শহিদুল ইসলাম মুক্তি, মোঃ আকতারুজ্জামান প্রমুখ ১০ জন আইনজীবী অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় উপস্থিত ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ১৩ জন অফিসার অংশগ্রহণ করেন।
সভা প্রসঙ্গে জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস জানান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলার অসহায় মানুষকে আইনি সেবা প্রদান করে চলেছে। জেলার প্রতিটি উপজেলা প্রতি রবিবার সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত কর্মসূচির অফিসারবৃন্দ ক্লিনিক পরিচালনা করেন এবং আইনি সেবা প্রত্যাশিদের আইনি সেবা ও পরামর্শ প্রদান করা হয়। উক্ত সেবাসমূহ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। অভিযোগ গ্রহণের পর আহবানপত্র প্রেরণ করে স্থানীয়ভাবে বিকল্প বিরোধ নিস্পত্তির (এডিআর) মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। এডিআর এর মাধ্যমে সমাধান না হলে ক্লায়েন্টের আবেদনের প্রেক্ষিতে কোর্টে মামলা করা হয় এবং তা ক্লায়েন্টকে বিনামূল্যে প্রদান করা হয়।