ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের গুজিখাঁ গ্রামের মুক্তিযোদ্ধা হাফেজ উদ্দীনের বাড়ীর আঙ্গিনায় ৮ মে বুধবার সকাল ১০ টায় বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি ওয়াচ গ্রুপের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রধান কার্যালয়ে কর্মরত ম্যানেজার (লিগ্যাল প্রটেকশন ও সেইফগার্ডিং) এস.এম নাজমুল হক।
অন্যান্যের মধ্যে কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস প্রমুখ। সভায় গুজিখাঁ গ্রামের মুক্তিযোদ্ধা, ইমাম, সংরক্ষিত নারী ইউপি সদস্য, সমাজ সেবক, গ্রাম পুলিশ, পল্লীসমাজের নেত্রী, স্বপ্নসারথি দলের কিশোরী সদস্যসহ যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বাল্যবিয়ের কারণ, বাল্যবিয়ের ফলে ক্ষতিকর দিক, শাস্তি ও এটি প্রতিরোধে কে কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সকলে বাল্যবিয়ে প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করেন। সভাটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির গৌরীপুর উপজেলার অফিসার মেহেরুন নেছা। সভা শেষে উপস্থিত সকলে বাল্যবিয়ে প্রতিরোধে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাল্যবিয়েকে না বলে প্রতিজ্ঞাবন্ধ হন।