Dhaka ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাবুগঞ্জে  দূবৃর্ত্তের  এসিড নিক্ষেপের ঘটনায় মামলা : আসামীদের দাবী ফাঁসানো হচ্ছে 

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ৩৮২ Time View
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালে বাবুগঞ্জ উপজেলায় ঘুমন্ত  দুই শিক্ষার্থীসহ তিনজনের শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১০ মার্চ) ভোরে বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের রফিয়াদি গ্রামে এই ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এসিডে মুখ ঝলসে যাওয়া উৎপল হালদার নবম শ্রেণি ছাত্র ও আশিষ মল্লিক  কৃষি ইন্সটিটিউটের ৫ম ব্যাচের ছাত্র এবং জয় বিশ্বাস । ভুক্তভোগী ও স্বজনরা জানান, বরিশালের বাবুগঞ্জের রফিয়াদি গ্রামের যতিন বাবুর বাড়িতে তিন দিনব্যাপী নামকীর্তনে গিয়েছিলেন তারা। দ্বিতীয় দিনের কীর্তন শুনে ওই তিনজন স্বপন  ব্যাপারী বাড়িতে এক খাটে ঘুমায়। রোববার ভোর ৪টার দিকে ঘুমান্ত অবস্থায় জানালা দিয়ে তাদের লক্ষ করে এসিড  ছোড়ে দূবৃর্ত্তরা।  এ ঘটনায় সোমবার রাতেই বিমান বন্দর থানায় আহত উৎপলের পিতা উত্তম হাওলাদার বাদি হয়ে  শিশির ঘরামি ও প্রদীপ ঘরামীসহ   অজ্ঞাত আরো ৫/৬জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় আসামী প্রদীপ ঘরামির পিতা সুদীপ ঘরামি জানান,মামলার বাদির সাথে ব্যবসায়ীক বিষয় নিয়ে  কিছু দিন পূর্বে রহমতপুর  বাজারে বসে কথাকাটির এক পযার্য় হাতাতির ঘটনা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের এসিড নিক্ষেপের ঘটনায় আসামী করা হয়েছে। কিন্তু আমরা চাঁদপাশা ইউনিয়নের রফিয়াদি গ্রামে ধমীর্য় উৎসব শেষে রাত ১০টায় সকলে একত্রে উত্তর দেহেরগতি গ্রামের বাড়িতে চলে আসি। তিনি আরো জানান,কিছুদিন পূর্বে স্বপনের এক স্কুল পড়ুয়া মেয়েকে পাশের এলাকার এক বখাটে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় স্বপনের পরিবার ও স্থানীয়রা মেয়েকে ফিরিয়ে আনেন। স্বপনের মেয়ে যে খাটে  ঘুমাইতো সেই খাটেই মামলার বাদীর ছেলেসহ আহতরা ঘুমিয়ে ছিল।
 ঘটনার প্রকৃত রহস্য বের করার জন্য আসামীর পরিবাররা উর্ধ্বতন কতৃপক্ষের কাছে জোর দাবি জানান ও এসিড ছোড়া দূবৃত্তের্র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Arif Hossain

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি

বাবুগঞ্জে  দূবৃর্ত্তের  এসিড নিক্ষেপের ঘটনায় মামলা : আসামীদের দাবী ফাঁসানো হচ্ছে 

Update Time : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালে বাবুগঞ্জ উপজেলায় ঘুমন্ত  দুই শিক্ষার্থীসহ তিনজনের শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১০ মার্চ) ভোরে বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের রফিয়াদি গ্রামে এই ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এসিডে মুখ ঝলসে যাওয়া উৎপল হালদার নবম শ্রেণি ছাত্র ও আশিষ মল্লিক  কৃষি ইন্সটিটিউটের ৫ম ব্যাচের ছাত্র এবং জয় বিশ্বাস । ভুক্তভোগী ও স্বজনরা জানান, বরিশালের বাবুগঞ্জের রফিয়াদি গ্রামের যতিন বাবুর বাড়িতে তিন দিনব্যাপী নামকীর্তনে গিয়েছিলেন তারা। দ্বিতীয় দিনের কীর্তন শুনে ওই তিনজন স্বপন  ব্যাপারী বাড়িতে এক খাটে ঘুমায়। রোববার ভোর ৪টার দিকে ঘুমান্ত অবস্থায় জানালা দিয়ে তাদের লক্ষ করে এসিড  ছোড়ে দূবৃর্ত্তরা।  এ ঘটনায় সোমবার রাতেই বিমান বন্দর থানায় আহত উৎপলের পিতা উত্তম হাওলাদার বাদি হয়ে  শিশির ঘরামি ও প্রদীপ ঘরামীসহ   অজ্ঞাত আরো ৫/৬জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় আসামী প্রদীপ ঘরামির পিতা সুদীপ ঘরামি জানান,মামলার বাদির সাথে ব্যবসায়ীক বিষয় নিয়ে  কিছু দিন পূর্বে রহমতপুর  বাজারে বসে কথাকাটির এক পযার্য় হাতাতির ঘটনা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের এসিড নিক্ষেপের ঘটনায় আসামী করা হয়েছে। কিন্তু আমরা চাঁদপাশা ইউনিয়নের রফিয়াদি গ্রামে ধমীর্য় উৎসব শেষে রাত ১০টায় সকলে একত্রে উত্তর দেহেরগতি গ্রামের বাড়িতে চলে আসি। তিনি আরো জানান,কিছুদিন পূর্বে স্বপনের এক স্কুল পড়ুয়া মেয়েকে পাশের এলাকার এক বখাটে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় স্বপনের পরিবার ও স্থানীয়রা মেয়েকে ফিরিয়ে আনেন। স্বপনের মেয়ে যে খাটে  ঘুমাইতো সেই খাটেই মামলার বাদীর ছেলেসহ আহতরা ঘুমিয়ে ছিল।
 ঘটনার প্রকৃত রহস্য বের করার জন্য আসামীর পরিবাররা উর্ধ্বতন কতৃপক্ষের কাছে জোর দাবি জানান ও এসিড ছোড়া দূবৃত্তের্র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।