বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ থেকে প্রকাশিত মাসিক বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকার পরিচালনা পর্ষদের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
(২৪ মার্চ) ১৩ রমজান রবিবার বিকেল ৫.০০ টায় বাবুগঞ্জ ডিগ্ৰি কলেজ হলরুমে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাইফুল রহিম এর সঞ্চালনায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হাসান অরুণ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ফাখরুল আলম খান, বাবুগঞ্জ ডিগ্ৰি কলেজের উপাধ্যক্ষ
অধ্যাপক মোঃ গোলাম হোসেন (ভারপ্রাপ্ত), সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ শাহে আলম। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হাওলাদার ব্রিকস মেনুফ্যাকচার এর স্বত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন হাওলাদার , বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, আওয়ামী লীগ নেতা মোঃ সুরুজ শিকদার, শিক্ষক নেতা মোঃ জাহিদুর রহমান সিকদার, বাবুগঞ্জ বিল্ডার্স ও বাবুগঞ্জ ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ শাহিদুর রহমান শাকিল ও মোঃ আরাফাত হোসেন ফরিদ, শিক্ষক নেতা মোঃ রাসেল , মোঃ এনায়েত হোসেন, মোঃ কাওসার খান, মোঃ শেখ নজরুল ইসলাম মাহবুব। ইফতার মাহফিলের দোয়া মোনাজাত পরিচালনা করেন খানপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ জ ম শামসুল আলম। এছাড়াও বাবুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।