মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনের লক্ষ্যে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তর কতৃক বাস্তবায়িত কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগিদের মাঝে আউশ ধানের বীজ, বাইসাইকেল, সার,সুদমুক্ত ক্ষুদ্রঋণ,আর্থিক অনুদান ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
সোববার দুপুরে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার আচমত আলী খান মিলনায়তন হল রুমে এ উপকরণ বিতরণের আয়োজন করা হয়।
এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মারুফুর রশিদ খান,মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.ওবাইদুর রহমান খান,সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাদিজা আক্তার,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম সালাউদ্দিনসহ জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় হুইল চেয়ার পেয়ে খুশি দিবা আক্তার তিনি বলেন আমি একা চলতে পারতাম না আজ উপজেলা প্রশাসন থেকে আমাকে একটা হুইল চেয়ার দিয়েছে এতে আমি অনেক খুশি এখন আর আমাকে অন্যের সাহায্যে নিয়ে চলাফেরা করতে হবেনা এখন আমি নিজে নিজে চলাফেরা করতে পারবো।