মাদারীপুরের রাজৈরে শনিবার সকালে স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে উপজেলা নিজস্ব কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব উপমা ফারিসা, বিশেষ অতিথি সাবেগ উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল,সমবায় কর্মকর্তা মোহসিনুজ্জামান, রাজৈর থানা তদন্ত কর্মকর্তা সঞ্জয় কর্মকার,নাজির সুমন মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তারা ও উপকারভোগীরা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কমিশনার এসিল্যান্ড মোঃ সাইফুল ইসলাম। ভূমি সপ্তাহ চলবে ০৮ হতে ১৪ জুন ২০২৪ পর্যন্ত।
অনুষ্ঠানটি আয়োজন করেন রাজৈর উপজেলা রাজস্ব প্রশাসন।