জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির নেতৃবৃন্দ অবস্থিত ছিল। শনিবারে আদমদিঘী উপজেলার উজ্জলতা গ্রামে নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর’র বাড়িতে তার পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে শান্তনা দিয়েছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এ ছাড়া মরা মানুষের সাথে সহানুভূতি প্রকাশ করেছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সাধারণ সদস্য ইউনুছ উদ্দীন, বাদল চৌধুরী, আব্দুল হান্নান, আজিজুল হক, স্থানীয় আদমদিঘী প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক বেনজির রহমান, নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র স্ত্রী রেনুকা পারভীন, ছেলে মেজবাহুল মোরছালিন মেজবা, মেয়ে আদিবা খাতুন, ছোট ভাই মোশারফ হোসেন, বোন রিপা বেগম, রেবেকা বেগম, ভাগিনা ডলার সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
সাংবাদিক নেতৃবৃন্দ ওই পরিবারের সার্বিক খোঁজ খবর নিয়ে সহায়তা করতে উদ্যত হয়েছিলেন এবং যে কোনও সমস্যার জন্য সহযোগিতা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র দ্বি-খন্ড মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন পুলিশ। তার পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যাতা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।