মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে জীবন ঘরামী (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আদালতে দায়ের করা হয় হত্যা মামলা। আত্মহত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে আসামীপক্ষের লোকজন। এ সময় সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের দাবি তোলেন তারা । শুক্রবার বিকেলে সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। পরে সড়কে দাঁড়িয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা।
জানা যায়, গত ০২রা জুন সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার নানা নুর ঘরামীর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় নাতি জীবন ঘরামী। পরে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় নুরু ঘরামীর স্ত্রী ও জীবনের নানী মহরজান বিবি (৭৫) বাদী হয়ে বৃহস্পতিবার (০৬ জুন) মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই এলাকার বেল্লাল মাতুব্বর (৫০) ও জুয়েল মাতুব্বরসহ (২৬) ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮জনের নামে একটি হত্যা মামলা করেন। শুনানী শেষে আদালতের বিচারক থানা পুলিশকে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন। আত্মহত্যার ঘটনা হয়েছে উল্লেখ করে হত্যা মামলা দায়ের করার এরই প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে আসামীপক্ষের লোকজন। এদিকে জীবন ঘরামীর মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলার আসামীদের দাবি বাদীপক্ষের সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা।