বিশেষ প্রতিনিধি ।।
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ব্র্যাকের চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম। ৪ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার পয়ারি ইউনিয়নের ইমাদপুর গ্রামের শামসুদ্দিনের বাড়ীর উঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন পরিদর্শণ করেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিষয়ক কর্মকর্তা আশিষ কর্মকার। ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস।
উপজেলা নির্বাহী অফিসার কর্মসূচির কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন বাল্য বিয়ে বন্ধ করতে না পারলে সমাজ থেকে সামাজিক সমস্যা কোন দিনই দূর হবে না। কাজেই বাল্য বিয়ে বন্ধ করতে সকলকে এক যোগে কাজ করতে হবে। সরকার এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম করে চলেছে। বেসরকারী সংস্থা ব্র্যাকও যে কাজ কাজ সেটা প্রশংসা পাওয়ার মত। তিনি উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বলেন, শুধু নিজেদের নয় আশপাশের যে কোন বাল্য বিয়ে হতে দেখলে তা রুখতে হবে। আর তোমরা যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের পাশে আছি। সরকার নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে আর তোমরা যদি এগিয়ে না আসো তবে সরকারের আশা পূরন হবে না। সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নারী পুরুষ সকলকে এক যোগে এগিয়ে আসতে হবে। আর নারীর এই এগিয়ে যাওয়ার বাধা হলো বাল্যবিয়ে তাই একে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্তৃক পরিচালিত ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে গঠিত স্বপ্নসারথি দলের ২৪ জন সদস্য উপস্থিত ছিলো। সেশন পরিচালনা করেন কর্মসূচি ফুলপুর উপজেলার অফিসার শামীমা আক্তার।
কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস জানান, ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় ১১৮ টি স্বপ্নসারথি দলের মাধ্যমে বাল্য বিয়ে প্রতিরোধে কিশোরীদের লাইফ স্কীল সেশন পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এই সকল কিশোরীর অভিভবাকদের নিয়ে ত্রৈমাসিক অভিভাবক সভা, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে সজাগ দল গঠন ও সভা, ইউনিয়ন বাল্য বিয়ে নিরোধ কমিটি ও উপজেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা করা হচ্ছে। পাশাপাশি তৃনমূল পর্যায়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে গণনাটক করা হয়ে থাকে। এছাড়াও কর্মসূচি সমাজের অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ ও সেবা প্রদান করে চলেছে।
উপজেলা নির্বাহী অফিসার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষার কর্মসূচির কিশোরীদের জীবন দক্ষতা সেশন শেষে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সেবা সম্পর্কে জানেন এবং তাদের কার্যক্রম পরিদর্শণ করেন। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত কিশোরীদের বাল্য বিয়ে প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।