।। ময়মনসিংহ প্রতিনিধি ।।
ময়মনসিংহ জেলার সদর উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক একটি গণনাটক মঞ্চায়িত হয়েছে। সদর উপজেলার সিরতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর আনন্দীপুর গ্রামের রোকসানার বাড়ীর উঠানে ১৩ মে সোমবার সন্ধ্যার সাড়ে ৭ টায় গণনাটকটি মঞ্চায়ন করা হয়।
নাটকে বাল্যবিয়ের ক্ষতিকর দিক, শাস্তি এবং প্রতিরোধে করনীয়সহ সরকারী হটলাইন নম্বর ব্যবহার সম্পর্কে বিস্তারিত চিত্র অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্তৃক পরিচালিত সচেতন গণনাটক দলের ১০ জন নাট্যকর্মী এতে অংশগ্রহণ করেন। নাটকটিতে সমাজে বাল্যবিয়ের প্রভাবে বাস্তব ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ে কর্মরত ব্র্যাক লার্নিং ডিভিশনের প্রধান মোঃ মহিউদ্দীন জাফর, ময়মনসিংহ লার্নিং বিভাগের লার্নিং ম্যানেজার মোঃ রেজাউল করিম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ময়মনসিংহ জেলার জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস। অন্যান্যের মধ্যে কর্মসূচির সিনিয়র অফিসার (পিটি) সলিল মজুমদার, সদর উপজেলার কর্মসূচির অফিসার মোহাম্মদ আব্দুর রহমান প্রমুখ। চর আনন্দীপুর গ্রামের নারী, পুরুষ, কিশোর-কিশোরীসহ নানা বয়সী তিন শতাধিক মানুষ উপভোগ করেন। এছাড়াও নাটকে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকে সদ্য যোগদানকৃত ২৮ জন অফিসার।
গণনাটক সম্পর্কে জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস জানান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সরকারের পাশাপাশি সহযোগি প্রতিষ্ঠান হিসেবে সমাজকে বাল্যবিয়ে মুক্ত করার লক্ষ্যে কাজ করে চলেছে। কিশোরীদের বাল্যবিয়ে প্রতিরোধে সচ্চোর করার লক্ষ্যে স্বপ্নসারথি দল গঠনের মাধ্যমে নিয়মিত তাদের জীবন দক্ষতা উন্নয়ন কার্যক্রম, অভিভাবকদের নিয়ে সভা, কমিউনিটি ওয়াচ গ্রুপের সভা, ইউনিয়ন ও উপজেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা করে চলেছে। এর পাশাপাশি গণনাটক দলের মাধ্যমে এক সাথে অধিক সংখ্যাক মানুষকে সচেতন করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে গণনাটক পরিচলনা করা হয়। জেলার ১৩ টি উপজেলা ১৩ টি দলের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।