।। ময়মনসিংহ প্রতিনিধি ।।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়ন পরিষদে বাল্যবিয়ে নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। তারাকান্দা ইউনিয়ন বাল্য বিয়ে নিরোধ কমিটির আয়োজনে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তারাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খাদেমুল আলম শিশির। সভায় তারাকান্দা ইউনিয়ন বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির ২০ জন সদস্য উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) বিশ্বনাথ কুন্ডু। সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রধান কার্যালয়ের কর্মরত প্রোগ্রাম ম্যানেজার জয়শ্রী সরকার, কর্মসূচির ময়মনসিংহ জেলার জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস প্রমুখ। সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিয়ের কুফল, শাস্তি এবং করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভায় শেষে অংশগ্রহণকারীরা যার যার অবস্থানে থেকে বাল্যবিয়ে প্রতিরোধে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
সভার সভাপতি বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। আর এই ব্যাধি দূর করার জন্য সরকারের পাশাপাশি সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ণ ও আইনি সুরক্ষা কর্মসূচি এই কাজে কার্যক্রম পরিচালনা করছে। তাই তাদেরকে সার্বিক সহযোগিতা ইউনিয়ন পরিষদ থেকে প্রদান করা হবে।
সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার বলেন, ব্র্যাক সরকারের পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সমাজে নানা ধরনের কাজ করে চলেছে। কর্মসূচির লক্ষ্য সমাজ থেকে বাল্যবিয়ে বন্ধ করা আর এই কাজে সরকার এবং ব্র্যাকের পাশাপাশি প্রয়োজন সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ বিশেষ করে যারা সমাজ পরিচালনায় ভূমিকা রাখছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে। এখানে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, এনজিও কর্মী রয়েছেন সবারই একটা জায়গা আছে আর সে যদি সেই জায়গায় থেকে সঠিক ভাবে বাল্যবিয়ে বন্ধে কাজ করেন তবে বাল্যবিয়ে বন্ধের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।