Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ৯৯ Time View

।। বিশেষ প্রতিনিধি ।।

ময়মনসিংহে বিদ্যালয় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বাস্তবায়নে বাজেট বরাদ্ধে ২৯ এপ্রিল, সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন হলরুমে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের অধিকার এখানে, এখনই প্রকল্প আয়োজিত এ্যাডিভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোঃ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মু. মাহদী হাসান খান। কৈশোর-বান্ধব স্বাস্থ্য সেবা ও স্কুলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়নে চ্যালেঞ্জ চিহ্নিতকরন ও সমাধানে কৌশল নির্ধারণের মাধ্যমে পারস্পরিক অংশিদারিত্ব তৈরি এবং কৈশোর-বান্ধব স্বাস্থ্য সেবা ও স্কুলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে বাজেট বরাদ্ধসহ পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ সদস্য মোঃ মাহমুদুল হাসান মামুন।

সভায় শহরের কুমুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ কামরুন্নাহার বলেন, বিদ্যালয়গুলোর বাজেট স্বল্পতা এবং জনবল স্বল্পতার কারনে হাইজেনিক টয়লেট ও স্বাস্থ্যকর মাসিক ব্যবস্থাপনা করা সম্ভব হয় না। তিনি আরো বলেন শিক্ষক স্বল্পতার কারনে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা পাঠদানও ব্যহত হচ্ছে। এ বিষয়ে তিনি সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় যদি দৃষ্টি আর্কষণ করেন এবং সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৪ টি স্বাস্থ্য কেন্দ্র আছে। প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রকে কৈশোর বান্ধব স্বাস্থ্য কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে বলে।

 

আলোচনায় অংশ নিয়ে প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বলেন, একজন মানুষের মধ্যে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা না থাকলে সে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত। আমরা চাই না আমাদের এলাকার কেউ বঞ্চিত হোক। আমি আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে যাতে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা পাঠদান হয় এবং মেয়েদের জন্য চেঞ্জিং রুম ও স্যানিটারী প্যাডের সুব্যবস্থা নিশ্চিত করবো। পাশাপাশি বাস ষ্ট্যান্ডসহ জনবহুল এলাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেবি ফিডিং কর্ণার, চেঞ্জিং রুম এবং স্যানিটারী প্যাডসহ পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হবে।

উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার বক্তব্যে বলেন, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা প্রদানে আমরা অঙ্গিকারাবদ্ধ। বাজেট স্বল্পতার কারনে সব সময় সকল সেবা যথাযথভাবে প্রদান করা সম্ভব হয় না। এজন্য সিটি কর্পোরেশনের বাজেটে এ বিষয়ে বরাদ্ধ রাখার বিষয়ে তিনি মত প্রকাশ করেন।

 

জেলা শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নতুন কারিকুলাম শিক্ষার্থীদের সঠিক গঠনে সহায়ক। এ জন্য নতুন কারিকুলাম বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার। সেই সাথে বিদ্যালয়ে পর্যাপ্ত টয়লেট নাই। থাকলেও সেগুলো হাইজেনিক না। হাইজেনিক করতে হলে বাজেট দরকার। কিন্ত সরকারীভাবে এই খাতে তেমন বরাদ্ধ থাকে না। আবার বিদ্যালয়গুলোরও তেমন সক্ষমতা নাই, যে নিজেদের উদ্যোগে করবে। তাই আমি মনে করি এখানে স্থানীয় সরকারের ভূমিকা দরকার। বাজেটের ব্যবস্থা যদি সিটি কর্পোরেশন থেকে করা সম্ভব হয়, তাহলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের জন্য সহজ হবে। দরকার স্থানীয় স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে সক্রিয় রাখা। এ জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ও কাউন্সিলরগণ এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।

 

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সবার প্রাপ্য। সরকার এগুলোর বাস্তবায়নে নানামূখি উদ্যোগ গ্রহণ করছেন। স্থানীয় সরকারের প্রতিনিধি তথা সিটি কর্পোরেশন মেয়র হিসাবে, কাউন্সিলর হিসাবে এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্প আজকে আমাদের সামনে কাজের যে জায়গাগুলো তুলে ধরলো, এগুলো করা আমাদেরই কাজ। আমাদের এলাকার কিশোর কিশোরীদের ভালো রাখার জন্য এবং স্কুলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা পাঠদান ঠিকমত করানোর জন্য আমরা সবাই উদ্যোগ নেব। আপনারা যারা বিদ্যালয় কমিটিতে আছেন তারা এগুলো নিয়মিত ফলোআপ করবেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি বিদ্যালয়ে সরকারের নীতিমালা অনুযায়ী যাতে পাঠদান হয় তা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে জেলা শিক্ষা কর্মকর্তা আমাকে সহায়তা করবেন বলে আমি বিশ্বাস করি। বিদ্যালয়ে সুস্থ্য পরিবেশে পাঠদানের জন্য স্বাস্থ্যকর টয়লেট ও স্যানিটারি প্যাডের ব্যবস্থার জন্য এই বছর বাজেটে অর্থ বরাদ্ধ করা হবে। এখানে যে সকল শিক্ষকবৃন্দ আছেন, আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা উদ্যোগ নেন। আমি এবং সিটি কর্পোরেশন আপনাদের সাথে আছে। আমি আপনাদের আবারো বলতে চাই এ বছর সিটি কর্পোরেশনের বাজেটে আমরা এগুলো অর্ন্তভুক্ত করব।

অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে ইয়ুথ মাহমুদুল হাসান মামুন এর স্বাগত বক্তব্য মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা ইয়ুথ মবিলাইজার নুসরাত জাহান। বিদ্যালয় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সম্পর্কে সরকারের উদ্যোগসমূহ ও আমাদের করনীয় সম্পর্কে এ্যাডিভোকেসি সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইয়ুথ লিডার কনক জাহান। সভায় মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। এ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, ডিস্টিক্ট ম্যানেজার শোভন বিশ্বাস, ইন্টারনাল অডিট বিভাবের ম্যানেজার পার্থ সারথী বল ও বিশ্বজিৎ হালদার, মানবস্পদ বিভাগের ম্যানেজার হাসান মোঃ আদেল, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আশরাফ আলী, ইয়ুথ লিডার সানী, শুব্রত, মিমসহ অন্যান্য ইয়ুথরা। সভা সঞ্চালনা করেন ইয়ুথ লিডার মোঃ অনিক হাসান ও কনক জাহান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

gm news

মন্দিরের হিসাব নিয়ে দ্বন্ধে কৃষককে পিটিয়ে হত্যা: দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন

ময়মনসিংহে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা এবং বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

।। বিশেষ প্রতিনিধি ।।

ময়মনসিংহে বিদ্যালয় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বাস্তবায়নে বাজেট বরাদ্ধে ২৯ এপ্রিল, সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন হলরুমে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের অধিকার এখানে, এখনই প্রকল্প আয়োজিত এ্যাডিভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোঃ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মু. মাহদী হাসান খান। কৈশোর-বান্ধব স্বাস্থ্য সেবা ও স্কুলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়নে চ্যালেঞ্জ চিহ্নিতকরন ও সমাধানে কৌশল নির্ধারণের মাধ্যমে পারস্পরিক অংশিদারিত্ব তৈরি এবং কৈশোর-বান্ধব স্বাস্থ্য সেবা ও স্কুলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে বাজেট বরাদ্ধসহ পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ সদস্য মোঃ মাহমুদুল হাসান মামুন।

সভায় শহরের কুমুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ কামরুন্নাহার বলেন, বিদ্যালয়গুলোর বাজেট স্বল্পতা এবং জনবল স্বল্পতার কারনে হাইজেনিক টয়লেট ও স্বাস্থ্যকর মাসিক ব্যবস্থাপনা করা সম্ভব হয় না। তিনি আরো বলেন শিক্ষক স্বল্পতার কারনে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা পাঠদানও ব্যহত হচ্ছে। এ বিষয়ে তিনি সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় যদি দৃষ্টি আর্কষণ করেন এবং সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৪ টি স্বাস্থ্য কেন্দ্র আছে। প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রকে কৈশোর বান্ধব স্বাস্থ্য কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে বলে।

 

আলোচনায় অংশ নিয়ে প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বলেন, একজন মানুষের মধ্যে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা না থাকলে সে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত। আমরা চাই না আমাদের এলাকার কেউ বঞ্চিত হোক। আমি আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে যাতে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা পাঠদান হয় এবং মেয়েদের জন্য চেঞ্জিং রুম ও স্যানিটারী প্যাডের সুব্যবস্থা নিশ্চিত করবো। পাশাপাশি বাস ষ্ট্যান্ডসহ জনবহুল এলাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেবি ফিডিং কর্ণার, চেঞ্জিং রুম এবং স্যানিটারী প্যাডসহ পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হবে।

উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার বক্তব্যে বলেন, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা প্রদানে আমরা অঙ্গিকারাবদ্ধ। বাজেট স্বল্পতার কারনে সব সময় সকল সেবা যথাযথভাবে প্রদান করা সম্ভব হয় না। এজন্য সিটি কর্পোরেশনের বাজেটে এ বিষয়ে বরাদ্ধ রাখার বিষয়ে তিনি মত প্রকাশ করেন।

 

জেলা শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নতুন কারিকুলাম শিক্ষার্থীদের সঠিক গঠনে সহায়ক। এ জন্য নতুন কারিকুলাম বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার। সেই সাথে বিদ্যালয়ে পর্যাপ্ত টয়লেট নাই। থাকলেও সেগুলো হাইজেনিক না। হাইজেনিক করতে হলে বাজেট দরকার। কিন্ত সরকারীভাবে এই খাতে তেমন বরাদ্ধ থাকে না। আবার বিদ্যালয়গুলোরও তেমন সক্ষমতা নাই, যে নিজেদের উদ্যোগে করবে। তাই আমি মনে করি এখানে স্থানীয় সরকারের ভূমিকা দরকার। বাজেটের ব্যবস্থা যদি সিটি কর্পোরেশন থেকে করা সম্ভব হয়, তাহলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের জন্য সহজ হবে। দরকার স্থানীয় স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে সক্রিয় রাখা। এ জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ও কাউন্সিলরগণ এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।

 

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সবার প্রাপ্য। সরকার এগুলোর বাস্তবায়নে নানামূখি উদ্যোগ গ্রহণ করছেন। স্থানীয় সরকারের প্রতিনিধি তথা সিটি কর্পোরেশন মেয়র হিসাবে, কাউন্সিলর হিসাবে এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্প আজকে আমাদের সামনে কাজের যে জায়গাগুলো তুলে ধরলো, এগুলো করা আমাদেরই কাজ। আমাদের এলাকার কিশোর কিশোরীদের ভালো রাখার জন্য এবং স্কুলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা পাঠদান ঠিকমত করানোর জন্য আমরা সবাই উদ্যোগ নেব। আপনারা যারা বিদ্যালয় কমিটিতে আছেন তারা এগুলো নিয়মিত ফলোআপ করবেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি বিদ্যালয়ে সরকারের নীতিমালা অনুযায়ী যাতে পাঠদান হয় তা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে জেলা শিক্ষা কর্মকর্তা আমাকে সহায়তা করবেন বলে আমি বিশ্বাস করি। বিদ্যালয়ে সুস্থ্য পরিবেশে পাঠদানের জন্য স্বাস্থ্যকর টয়লেট ও স্যানিটারি প্যাডের ব্যবস্থার জন্য এই বছর বাজেটে অর্থ বরাদ্ধ করা হবে। এখানে যে সকল শিক্ষকবৃন্দ আছেন, আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা উদ্যোগ নেন। আমি এবং সিটি কর্পোরেশন আপনাদের সাথে আছে। আমি আপনাদের আবারো বলতে চাই এ বছর সিটি কর্পোরেশনের বাজেটে আমরা এগুলো অর্ন্তভুক্ত করব।

অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে ইয়ুথ মাহমুদুল হাসান মামুন এর স্বাগত বক্তব্য মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা ইয়ুথ মবিলাইজার নুসরাত জাহান। বিদ্যালয় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সম্পর্কে সরকারের উদ্যোগসমূহ ও আমাদের করনীয় সম্পর্কে এ্যাডিভোকেসি সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইয়ুথ লিডার কনক জাহান। সভায় মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। এ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, ডিস্টিক্ট ম্যানেজার শোভন বিশ্বাস, ইন্টারনাল অডিট বিভাবের ম্যানেজার পার্থ সারথী বল ও বিশ্বজিৎ হালদার, মানবস্পদ বিভাগের ম্যানেজার হাসান মোঃ আদেল, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আশরাফ আলী, ইয়ুথ লিডার সানী, শুব্রত, মিমসহ অন্যান্য ইয়ুথরা। সভা সঞ্চালনা করেন ইয়ুথ লিডার মোঃ অনিক হাসান ও কনক জাহান।