।। বিশেষ প্রতিনিধি।।
“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৮ এপ্রিল, ২০২৪ রোজ রবিবার ময়মনসিংহে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও ময়মনসিংহে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি তার কর্মএলাকার প্রতিটি উপজেলা অফিসে লিগ্যাল এইড সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। জেলার প্রতিটি উপজেলা সদর অফিসে ব্র্যাক কর্মীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতা বিষয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস জানান, জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা লিগ্যাল এইড কর্তৃক আয়োজিত র্যালী, আলোচনা সভা, মেলায় কর্মসূচি অংশগ্রহণ করে। এছাড়াও জেলার ১৩ টি উপজেলায় অনুষ্ঠিত উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজিত অনুষ্ঠানেও কর্মসূচির পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়। সরকারী কর্মসূচির পাশাপাশি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে জেলার ১৩ টি উপজেলার সদর অফিসে ব্র্যাক কর্মীদের নিয়ে লিগ্যাল এইড সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার পূর্বে কর্মসূচির অফিসার জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরন করা হয়।