।। বিশেষ প্রতিনিধি।।
“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৮ এপ্রিল, ২০২৪ রোজ রবিবার ময়মনসিংহে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ময়মনসিংহ জজ কোর্ট প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ৯ টায় জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি, সিনিয়র জেলা ও দায়রা জজ মমতজা পারভীন মেলা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া (পিপিএম), ময়মনসিংহ বিচার বিভাগের সকল বিচালকবৃন্দ, সিভিল সার্জনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অতিথিবৃন্দ বেলুন, পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করার পর ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার স্টল পরির্দশন করেন। মেলায় জেলা লিগ্যাল এইড অফিস, সমাজ সেবা কার্যালন, জেলা কারাগার, ব্র্যাক, ব্লাষ্ট, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন অংশগ্রহণ করেন। অতিথিবৃন্দ ব্র্যাকের স্টল পরির্দশনে আসলে তাদের স্বাগত জানান ব্র্যাকের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অতিথিদের ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম এবং জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস। অতিথিবৃন্দ ব্র্যাকের স্টল এবং লিগ্যাল এইড কার্যক্রমসহ বাল্যবিয়ে বন্ধে গৃহিত উদ্যোগ সম্পর্কে শুনে ব্র্যাক এবং সেলপ কর্মসূচিকে ধন্যবাদ জানায়।