।। বিশেষ প্রতিনিধি।।
।। বিশেষ প্রতিনিধি।।
“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৮ এপ্রিল, ২০২৪ রোজ রবিবার ময়মনসিংহে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত র্যালীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি নিজস্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করে। জেলা জজ কোর্ট প্রাঙ্গন থেকে সকাল ৯ ঘটিকায় বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম (টাউন হলে) শেষ হয়। র্যালী পরবর্তীতে টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা পর্যায়ের কর্মকর্তাসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাগণ ও কর্মসূচির সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন। জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি, সিনিয়র জেলা ও দায়রা জজ মমতজা পারভীনের সভাপতিত্বে র্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া (পিপিএম), ময়মনসিংহ বিচার বিভাগের সকল বিচালকবৃন্দ, সিভিল সার্জনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলায় আইনি সেবা নিয়ে কাজ করা বেসরকারী প্রতিষ্ঠান, রোভার স্কাউটস, স্কাউটসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালীতে অংশগ্রহণ করে।
জাতীয় আইনগত সহায়তা দিবস পালন বিষয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম বলেন, ব্র্যাক দীর্ঘদিন ধরে সরকারের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ ও সেবা প্রদান করে চলেছে। ব্র্যাক সর্বদা সমাজের অসহায় মানুষের অধিকার আদায়ে কাজ করে থাকে।
কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস জানান ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে পালিত জাতীয় আইনগত সহায়তা দিবসটি পালনের পাশাপাশি জেলার সকল উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। পাশাপাশি এ দিবস উপলক্ষে জেলার সকল উপজেলা অফিসে ব্র্যাক কর্মীদের নিয়ে লিগ্যাল এইড বিষয়ক কুইজ প্রতিযোগিতা করা হয়। এছাড়াও লিগ্যাল এইড বিষয়ে গ্রামে গ্রামে উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে। ব্র্যাক তার জন্মলগ্ন থেকে সরকারের পাশাপাশি দেশের অসহায় ও দরিদ্র মানুষকে নানাবিধ সেবা প্রদান করে চলেছে। জেলার প্রতিটি উপজেলায় প্রতি রবিবার লিগ্যাল এইড ক্লিনিক পরিচালনার মাধ্যমে মানুষকে আইনি পরামর্শ ও সেবা প্রদান করে চলেছে। অভিযোগ গ্রহণের মাধ্যমে দুই পক্ষকে নিয়ে বিকল্প বিরোধ নিস্পত্তির মাধ্যমে সমস্যার সমাধান করা হয়ে থাকে। পাশাপাশি ভূক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে কোর্টে মামলা করা হয়। যার সম্পূর্ণ ব্যয়ভার কর্মসূচি থেকে প্রদান করা হয়। ময়মনসিংহে এই সকল মামলা পরিচালনার জন্য ১০ জন বিজ্ঞ প্যানেল আইনজীবী রয়েছেন।
র্যালী এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়নকারী মোঃ জাহাঙ্গীর আলম, অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মোঃ জিল্লুর রহমান, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, কর্মসূচির সিনিয়র অফিসার (মনিটরিং) নুরুল আশেকিন, সিনিয়র অফিসার (পিটি) সলিল মজুমদার, ডেপুটি ম্যানেজার (ক্যাপাসিটি বিল্ডিং) রুহুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) বিশ্বনাথ কুন্ডু, অধিকার এখানে, এখনই প্রকল্পের জেলা ইয়ুথ মবিলাইজার নুসরাত জাহান, ময়মনসিংহ সদর উপজেলার অফিসার মোহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।