ঝালকাঠিতে ৫’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ি আটক

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩ | আপডেট: ১০:২২:পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

ঝালকাঠিতে ৫’শ পিচ ইয়াবাসহ তুহিন হাওলাদার (৪১) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের পালবাড়ি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে আটক করে । আটক তুহিন হাওলাদার (৪১) ওই এলাকার আদম আলী হাওলাদারের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শহরের পালবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার আদম আলী হাওলাদারের পুত্র তুহিন হাওলাদারের কাছ থেকে ৫’শ পিচ নেশাজাতীয় নিষিদ্ধ দ্রব্য ইয়াবা জব্দ করা হয়। সেই সাথে তুহিনকেও আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১২, তারিখ- ১২ মার্চ ২০২৩) দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৫’শ পিচ ইয়াবাসহ তুহিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় মামলা দায়ের করেছে। আটককৃত তুহিনকে আমাদের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Print Friendly, PDF & Email