বরগুনার আমতলীতে বিজয় দিবস উদযাপনে প্রস্ততি সভা। আল নোমান আল নোমান বরগুনা প্রতিনিধি প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২ | আপডেট: ২:০৫:পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২ rbt ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিােযাদ্ধা এসএম শাহজাহান কবির, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ডাঃ সুমন খন্দকার, ওসি একে এম মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাড.একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, ইউপি চেয়ারম্যান মোসাঃ সোহেলী পারভীন মালা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির, মোঃ জাকির হোসেন খাঁন ও শিক্ষক তাসলিমা পারভীন প্রমুখ। আরও পড়ুন পুলিশের নির্দেশনায় মসজিদের মাইকিং, ডাকাত আতঙ্কে গ্রামবাসীর পাহাড়া বরগুনার আমতলীতে মোঃ আবুল কাশেমের ২৯তম গ্রন্থের মোড়ক উন্মোচন