বাংলা ব্যাকরণের MCQ , উত্তর সহ জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২ | আপডেট: ৫:৪৪:অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অনুষ্ঠিত হবে TET পরীক্ষা। যেখানে ৩০ নাম্বার রয়েছে বাংলার জন্য। বাংলা বিষয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে ব্যাকরণ কেন্দ্রিক। তাই ব্যাকরণের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিতে হয়। আজ বাংলা ব্যাকরণের উপর কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। ১। ‘আবির্ভাব’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি? ক) অভাব খ) প্রস্থান গ) আগমন ঘ) তিরোভাব উত্তর- ঘ ২। শিক্ষক বললেন, ‘চুপ করো’—এর পরোক্ষ উক্তি কোনটি? ক) শিক্ষক চুপ করতে বললেন খ) শিক্ষক বললেন যে চুপ করো গ) শিক্ষক চুপ করার আদেশ দিলেন ঘ) শিক্ষক চুপ করার অনুরোধ জানালেন উত্তর- গ ৩। ‘বিষ নেই তার কুলোপনা চক্কর’—বাগধারাটির অর্থ কী? ক) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফাালন খ) ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ গ) যার কোনো প্রকার ক্ষমতা নেই ঘ) বিষ আছে কিন্তু কুলো নেই উত্তর- ক ৪। ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’—এটা কোন বাচ্যের উদাহরণ? ক) কর্মকর্তৃবাচ্য খ) কর্মবাচ্য গ) কর্তৃবাচ্য ঘ) ভাববাচ্য উত্তর- ক ৫। ‘বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ’ বাক্যটি ক্রিয়ার কোন কালের? ক) সাধারণ বর্তমান খ) সাধারণ অতীত গ) পুরাঘটিত বর্তমান ঘ) পুরাঘটিত অতীত উত্তর- গ ৬। ‘আমি তোমাকে স্নেহ করি’—এটি কী ধরনের বাক্য? ক) প্রশ্নসূচক খ) বিবৃতিমূলক গ) বিস্ময়সূচক ঘ) আদেশমূলক উত্তর- খ ৭। বাগভঙ্গী কী? ক) শব্দ ভঙ্গি খ) বাক্য ভঙ্গি গ) নানা ভঙ্গিতে উচ্চারণ ঘ) মুখভঙ্গি উত্তর- গ ৮। ‘বিধেয় বিশেষণ সর্বদাই বিশেষ্যের পরে বসে’—এর উদাহরণ কোনটি? ক) আমি ‘শাহনামা’ পড়েছি খ) লোকটি যে জ্ঞানী, তাতে সন্দেহ নেই গ) লহ নমস্কার, সুন্দর আমার ঘ) জানি, তোমার মুরোদ কতটুকু উত্তর- খ ৯। বাক্যে ‘না’ বা ‘নে’ অব্যয় কোথায় বসে? ক) সমাপিকা ক্রিয়ার আগে বসে খ) সমাপিকা ক্রিয়ার পরে বসে গ) অসমাপিকা ক্রিয়ার পরে বসে ঘ) সমাপিকা ক্রিয়ার মধ্যে ও শেষে উত্তর- খ ১০। আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? ক) সেমিকোলন খ) বিস্ময়চিহ্ন গ) কমা ঘ) কোলন উত্তর- গ ১১। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন বিরামচিহ্ন ব্যবহার করতে হয়? ক) বিস্ময় খ) কোলন গ) কোলন ড্যাস ঘ) হাইফেন উত্তর- খ ১২। ‘ইলেক’ বিরাম চিহ্নের অপর নাম কোনটি? ক) পূর্ণচ্ছেদ খ) পাদচ্ছেদ গ) লোপ ঘ) বন্ধনী চিহ্ন উত্তর- গ ১৩। কর্তৃবাচ্যের ক্রিয়া কী হলে কর্মবাচ্য হয় না? ক) সমাপিকা খ) সকর্মক গ) অসমাপিকা ঘ) অকর্মক উত্তর- ঘ ১৪। ‘করিম পুস্তক পাঠ করছে’—বাক্যটিতে কর্মবাচ্যে পরিণত করলে হবে— ক) পুস্তক কর্তৃক করিম পঠিত হচ্ছে খ) পুস্তক করিম কর্তৃক পঠিত হচ্ছে গ) করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে ঘ) করিম কর্তৃক পুস্তক পাঠ হচ্ছে উত্তর- গ ১৫। ‘সুনীতি’ অর্থে ‘ধর্ম’ শব্দের ব্যবহার কোন বাক্যটিতে হয়েছে? ক) অহিংসা পরম ধর্ম খ) এটা ধর্মসংগত কাজ গ) প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে ঘ) মানুষ ও পশুর ধর্ম পৃথক উত্তর- খ ১৬। ‘দ্রব্যের গুণ জানতে হয়’—বাক্যটিতে ‘গুণ’ শব্দটি কী অর্থে ব্যবহার হয়েছে? ক) ধর্ম খ) ক্রিয়া গ) উত্কর্ষ ঘ) উপকরণ উত্তর- ক ১৭। উপায় দেখা অর্থে ‘ধরা’ ক্রিয়াপদের রীতিসিদ্ধ প্রয়োগ কোনটিতে ঘটেছে? ক) মনে ধরা খ) ম্যাও ধরা গ) পথ ধরা ঘ) গোঁ-ধরা উত্তর- গ ১৮। শব্দের অর্থান্তরপ্রাপ্তিতে কোন বাক্যটি ব্যবহৃত হয়েছে? ক) ইনি আমার বৈবাহিক খ) ছাত্রটির মাথা ভালো গ) শ্রীরামকৃষ্ণ পরম হংস ঘ) মেয়ের শ্বশুরবাড়িতে অন্তরঙ্গ বন্ধু হন উত্তর- ঘ ১৯। কারকাদি যোগে বিধেয়ের সম্প্রসারণ ঘটেছে নিচের কোন বাক্যে? ক) ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে খ) তিনি যেভাবে হোক আসবেন গ) ইনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু হন ঘ) ঘোড়া দ্রুত চলে উত্তর- ক ২০। শব্দের যোগ্যতার সঙ্গে কয়টি বিষয় জড়িত থাকে? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি উত্তর- ঘ ২১। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? ক) বিশেষভাবে বিশ্লেষণ খ) ব্যাখ্যা-বিশ্লেষণ গ) বিশ্লেষণ ঘ) বিশেষভাবে আলোচনা উত্তর- ক ২২। ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ কী? ক) ব্যা+কৃ+অন খ) বি+কৃ+অন গ) বি+আ+কৃ ঘ) বি+আ+কৃ+অন উত্তর- ঘ ২৩। যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাকে কী বলে? ক) ভাষা খ) ব্যাকরণ গ) ধ্বনি ঘ) সমাস উত্তর- খ ২৪। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ)পাঁচটি উত্তর- গ ২৫। ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক) ধ্বনিতত্ত্ব খ) শব্দতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) অর্থতত্ত্ব উত্তর- ক ২৬। সমাস, কারক, প্রত্যয় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক) ধ্বনিতত্ত্ব খ) শব্দতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) অর্থতত্ত্ব উত্তর- খ ২৭। রূপতত্ত্বের অপর নাম কী? ক) ধ্বনিতত্ত্ব খ) শব্দতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) অর্থতত্ত্ব উত্তর- খ ২৮। ‘ণত্ব ও ষত্ব বিধান’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক) ধ্বনিতত্ত্ব খ) শব্দতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) অর্থতত্ত্ব উত্তর- ক ২৯। বাক্যতত্ত্বের অপর নাম কী? ক) ধ্বনিতত্ত্ব খ) শব্দতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) পদক্রম উত্তর- ঘ ৩০। ব্যাকরণের কাজ কী? ক) শৃঙ্খলা রক্ষা করা খ) ভাষার কাজ করা গ) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা ঘ) গষেষণা করা উত্তর- গ ৩১। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? ক) প্রত্যয় খ) প্রকৃতি গ) প্রাতিপদিক ঘ) সমন্ধপদ উত্তর- গ ৩২। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? ক) সন্ধি খ) বচন গ) সমাস ঘ) গৌণার্থ উত্তর- ঘ ৩৩। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? ক) পুরুষ খ) বাচ্য গ) সমাস ঘ) মুখ্যার্থ উত্তর- খ ৩৪। ‘উক্তি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক) ধ্বনিতত্ত্ব খ) শব্দতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) অর্থতত্ত্ব উত্তর- গ ৩৫। সাধিত শব্দ কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ উত্তর- ক ৩৬। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কী বলে? ক)প্রত্যয় খ)প্রকৃতি গ) প্রাতিপদিক ঘ)সমন্ধপদ উত্তর- ক ৩৭। যে শব্দকে বা কোনো শব্দের অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে কী বলে? ক) প্রত্যয় খ) প্রকৃতি গ) প্রাতিপদিক ঘ) সাধিত শব্দ উত্তর- খ ৩৮। হাতল, মুখর কোন প্রকৃতির উদাহরণ? ক) নাম প্রকৃতির খ) ক্রিয়া প্রকৃতির গ) সাধিত ঘ) প্রত্যয় উত্তর- ক ৩৯। ক্রিয়া প্রকৃতির উদাহরণ কোনটি? ক) ফুলেল খ) মুখর গ) ঢাকা ঘ) চলন্ত উত্তর- ঘ ৪০। ‘লিখিত’ কোন প্রত্যয়ের উদাহরণ? ক) প্রাতিপদিক খ) সাধিত প্রত্যয় গ) ক্রিয়া প্রত্যয় ঘ) নাম প্রত্যয় উত্তর- গ তথ্য: সংবাদ একলব্য আরও পড়ুন Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি? সামাজিক কার্যক্রমে মানবতা জাগ্রত হয়, সামাজিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়–আমির হোসেন আমু এমপি