গৌতম সাহার কোরিওগ্রাফীতে প্রথমবার ফটোশুটে অংশ নিলেন বিদ্যা সিনহা মিম এ আল মামুন এ আল মামুন স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২ | আপডেট: ২:৩৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২ আব্দুল্লাহ আল মামুন (এ আল মামুন), বিনোদন ডেস্কঃ চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পায় ‘পরাণ’ নামের সিনেমা। সিনেমাটিতে বিদ্যা সিনহা মিমের বিপরীতে ইয়াস রোহানকে দেখা গিয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর রাজধানীর বনানীর ফোরস্টার রেস্তোরাঁ গোল্ডেন টিউলিপে দেখা গিয়েছে এই জুটিকে। সেখানে তারা শুটিংয়ে মগ্ন ছিলেন। তবে কোন সিনেমার শুটিংয়ে নয়, ফ্যাশন হাউজ ম্যাকয়্ এর ফটোশুটে অংশ নেন মিম-ইয়াশ। গৌতম সাহার কোরিওগ্রাফীতে পূজার এই ফটোশুট করেন সৈয়দ মেহরাব হোসাইন। ম্যাকয়্ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ-উল-আলম সাজু এ প্রসঙ্গে বলেন, ‘পূজাকে সামনে রেখে বেশকিছু নতুন কালেকশন আসছে। সেসব ড্রেসের ফটোশুট শেষ করলাম। আশা করছি পোশাকগুলো সবার পছন্দ হবে। বিদ্যা সিনহা মিম বলেন, ‘চেষ্টা করি বেছে বেছে ভালো কাজ করতে। বেশ কিছুদিন পরে ফটোশুটে অংশ নিলাম। এই কাজটি আমার কাছে বেশ ভালো লাগছে। এ প্রসঙ্গে কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘ঈদের ব্যস্ততা কাটিয়ে এবার পূজার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরেছি। এরই মধ্যে কয়েকটি পূজার ফটোশুট করেছি।এর আগে ম্যাকয়্ এর ফটোশুটে অপু বিশ্বাস, দীঘিকে নিয়েছি। এবার মিমকে নিয়ে ফটোশুট করালাম। কাজটি দারুণ হয়েছে। এবার প্রথমবার মিমকে নিয়ে ফটোশুট করেছি। অনেদিন ধরে মিমের সঙ্গে কাজের কথা হলেও ব্যাটে-বলে মিলেনি। আরও পড়ুন মোশাররফ করিমের জীবনী পরিচালক সমিতিকে বাচসাসের আল্টিমেটাম