বন্যাকবলিত মানুষদের পাশে আনন্দ কির্ত্তনীয়া! প্রশংসায় পঞ্চমুখ

এ আল মামুন এ আল মামুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২ | আপডেট: ৭:২৮:অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২

এ আল মামুনঃ

প্রাচীন পৌরাণিক একজন রাজা ছিলেন মাইডাস, যিনি হাতে যা ধরতেন তাই সোনা হয়ে যেতো। তবে এই যুগে মাইডাস না থাকলেও কিছু মহান মানুষ আছে যাদের লড়াইটা সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য।তারা হাত দিয়ে যে কাজগুলো করেন সেটাই স্বর্ণ সফল হন। এমনভাবে বলা যায় অসহায় দুস্থ মানুষের জন্য যার লড়াইটা সবসময়ের জন্য, যিনি খ্রীষ্টিয়ান মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন এবং করেছেন সকল ধর্মের মানবকল্যানের চারকুলে। যার সাহায্যে সকল দূর্যোগে মহামারীর পরিস্থিতি নগত অর্থ সহযোগিতা ও ত্রান দিয়ে এসেছেন, তিনি আর কেউ নন যার গল্প শুনছিলেন তিনি হচ্ছেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কলিগ্রাম নামক গ্রামে অবস্থান করা সমাজসেবক ও দানবীর আনন্দ কির্ত্তনীয়া।বহুগুণের এই মানুষটি ছোটবেলা থেকেই ঈশ্বরের জন্য নিজেকে উৎর্সগ করেছেন। করেছেন সবার মাঝে নিজেকে বিলি। এই মহান মানবীয় বৈশিষ্ট্যের মানুষটি সবসময় নিজেকে সামাজিক কাজে নিয়োজিত রেখেছেন। আর সেই কাজের জন্য পুরস্কৃত হয়েছেন গত জানুয়ারী মাসে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে মানব ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য স্বর্ন পদক সন্মাননা পেয়েছেন। আবার একই ক্যাটাগরিতে অন্য একটি প্রতিষ্ঠান থেকে আবার বিশেষ সম্মাননা পেয়েছেন।

এসব খবরই পুরানো, নতুন খবর হচ্ছে সিলেটে বানভাসী মানুষদের জন্য এবার এগিয়ে গেলেন গোপালগঞ্জ জেলার কলিগ্রামের দানবীর সমাজসেবক আনন্দ কির্ত্তনীয়া ও তার টিম।
কিছুদিন আগে সিলেটের বন্যাকবলিত স্থানে তারা দ্রুত পৌছে যান ত্রান-সাহায্য নিয়ে। সিলেটের বিভিন্ন থানার গ্রামে তারা ছুটেছেন। তাদের এই কাজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন সমাজের বিভিন্নস্থরে। খবরের শিরোনাম নাম হয়েছেন কলিগ্রামের এই রাজপুত্র।

আনন্দ কির্ত্তনীয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন,মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
আমারা বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য আমাদের ভালোবাসা স্বরুপ শুকনা খাবার, ওরস্যালাইন, ঔষধ এবং বিশুদ্ধ পানি এবং বসতবাড়ি হারানো পরিবারের মাঝে নগদ টাকা প্রদান করি। আমি সবার উদ্দেশ্যে বলব একটা কথাই যে মানুষকে ভালোবাসুন, অসহায় মানুষের সেবায় এগিয়ে আসুন।

তিনি বলেন আরো বলেন, আমার কাছে কোন ধর্মের ভেদাভেদ নেই। মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম।
আমি মনে করি সব ধর্মের, সব বর্নের অসহায় অবহেলিত মানুষের সেবা করাই পরম ধর্ম। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত অসহায় অবহেলিত মানুষের পাশে থেকে তাদের কল্যানে কাজ করে যেতে চাই। আমি সামর্থ্যবান মানুষদের অনুরোধ জানাই তারা যেন অসহায় অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসেন। কারন এই পৃথিবীতে আমরা অল্প দিনের অতিথী, কিন্তু মানুষের কল্যানে আমরা যদি কিছু করে যেতে পারি সেটা সারা জীবন থেকে যাবে আর সৃষ্টিকর্তা মহান ঈশ্বরও আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত হবেন।বলেন আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন এভাবেই মানুষের সেবায় এবং মহান ঈশ্বরের গৌরবের জন্য কাজ করে যেতে পারি। ধন্যবাদ।

Print Friendly, PDF & Email