পদ্মা সেতু উদ্বোধন: বাবুগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শোভাযাত্রা আরিফ হোসেন আরিফ হোসেন বাবুগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২ | আপডেট: ১২:৪৪:অপরাহ্ণ, জুন ২৫, ২০২২ বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ থানার উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় শোভাযাত্রাটি থানা কমপ্লেক্স থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত শোভাযাত্রায় বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব’র সভাপতি জহিরুল হাসান অরুন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ। শোভাযাত্রায় অংশ গ্রহন করেন বাংলাদেশ পুলিশের সদস্যরা, শিক্ষক, ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এসময় পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে উন্মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেওয়া হয়। আরও পড়ুন বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত-৩০ বরগুনার আমতলীতে পৃথক পৃথকভাবে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনকের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন