রেডিও স্বদেশের লাইভে রোমিও- সাদিয়া Fatema Ferdoushi (Anu) Fatema Ferdoushi (Anu) বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২২ | আপডেট: ১১:৩২:পূর্বাহ্ণ, জুন ৩, ২০২২ ফাতেমা ফেরদৌসী (অনু) বিনোদন প্রতিবেদকঃ আজ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে রেডিও স্বদেশে লাইভ অনুষ্ঠানে আরজে সাইমুরের সাথে আড্ডায় অংশ নিবেন সিনিয়র সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও এবং বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা সাদিয়া মির্জা। তারা কথা বলবেন চলচ্চিত্র ও মিডিয়ার বিভিন্ন বিষয়ে নিয়ে। অনুষ্ঠানটি একযোগ প্রচার হবে রেডিওস্বদেশ ও স্বদেশ টিভি ডট নেটে। আরও পড়ুন চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় সায়মা স্মৃতি ঈদের জন্য নির্মাণ হয়েছে চমক তারা-মুন্না খানের ‘দিলে লাগে টান’