দশমিনায় মাদক বিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড এবং গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ বন্ধ এম. আর. প্রিন্স এম. আর. প্রিন্স সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২২ | আপডেট: ৮:৪৮:পূর্বাহ্ণ, মে ২৮, ২০২২ রিপোর্ট এম.আর. প্রিন্স – গত ২৪/০৫/২০২২ তারিখ দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পশ্চিম পাশ থেকে নেশাগ্রস্ত অবস্হায় ০৪ (চার) যুবককে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলালের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী । আটককৃতরা হলেন ১. আকাশ (২৪) ২. রবিন (২৩) ৩. ইমরান (২২) ৪. নাগর (২৪)। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলেন। জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তি শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০০৯ এর ধারা ৩৬(৫) অনুযায়ী প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/(পাঁচশত) টাকা করে জরিমানা করেন। ইউএনও দশমিনা বলেন মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এছাড়াও ২৪/০৫/২০২২ তারিখ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আদমপুর বেগম রোকেয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মানসুরা (১৪),পিতাঃ সোহরাব হাওলাদার এবং বরঃ সুমন, পিতাঃ মনির হাওলাদার এর বাল্যবিয়ে স্থানীয় কর্তৃপক্ষ কে নির্দেশ দিয়ে বন্ধ করেন ইউএনও, দশমিনা। বর কনের অভিভাবকদের অফিসে এসে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দেওয়ার নির্দেশ প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দশমিনা উপজেলায় চলতি বছরের মে, মাসে ০৫ টি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে । আরও পড়ুন মীরগঞ্জ ফেরিঘাটে আসামীদের হামলায় সিআইডি’র কর্মকর্তাসহ আহত-২ বাবুগঞ্জে বোমা ফাটিয়ে মালায়শিয়া প্রবাসীর বিয়ে বাড়ি লুট!