বরগুনার আমতলীতে ভুমি সেবা সপ্তাহ উদযাপন।

আল নোমান আল নোমান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, মে ২০, ২০২২ | আপডেট: ১:২৪:পূর্বাহ্ণ, মে ২০, ২০২২

প্রান্তিক মানুষকে ভুমি বিষয়ে সচেতন করতে আমতলী উপজেলা ভুমি অফিসের উদ্যোগে ভুমি সপ্তাহ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এ সপ্তাহের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ভুমি সপ্তাহ উদযাপন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, কানুনগো মোঃ সেলিম হোসেন ও আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম বাদল প্রমুখ। এ সেবা সপ্তাহে প্রান্তিক মানুষের মাঝে ভুমি বিষয়ক বিভিন্ন সচেতনতা মুলক দিক নিদর্শন তুলে ধরা এবং মানুষ যাতে নিজের জমি নিজে বুঝে দেখভাল করতে পারে সেই শিক্ষা দেয়াই ভুমি সপ্তাহের মুল লক্ষ্য বলে জানান বক্তারা।

Print Friendly, PDF & Email