জসীম উদ্দিন আকাশের কথায় এস কে শানু’র কন্ঠে ‘টাকাই বড় ধন ভাঙ্গে রক্তের বাঁধন’ Fatema Ferdoushi (Anu) Fatema Ferdoushi (Anu) বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মে ১২, ২০২২ | আপডেট: ২:৩৭:অপরাহ্ণ, মে ১২, ২০২২ ফাতেমা ফেরদৌসী (অনন্যা অনু), বিনোদন প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার (১২ মে) প্রকাশ পেল বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে ‘টাকাই বড় ধন ভাঙ্গে রক্তের বাঁধন’। জসিম উদ্দিন আকাশেরর কথায় এস কে শানুর সুরে ও সঙ্গীত আয়োজন করেছেন রেজওয়ান শেখ।গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী এস কে শানু।মিউজিক ভিডিও মডেল হিসাবে কাজ করেছেন পরাগ বিশ্বাস, আলিজা জামান ঋতুপর্ণা,মোল্লা আলী ও মিশাহরুল ইসলাম।মিউজিক ভিডিও নির্মান করেছেন জি এম সি সোহান। গানটি নিয়ে গীতিকার জসীম উদ্দিন আকাশ বলেন, টাকাই বড় ধন ভাঙ্গে রক্তের বাঁধন’ গানটির সুর বেশ আলাদা। এসকে শানু’র কণ্ঠ একটি আলাদা সৌন্দর্য রয়েছে। আশাকরি সবার ভালো লাগবে। কন্ঠশিল্পী এস কে শানু বলেন, জসিম উদ্দিন আকাশের লিখনি এত ভালো। তারই ধারাবাহিকতায় এই গানটি করা। খুব দরদ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতাদের ভাল লাগবে। আরও পড়ুন শরীফ খান ও জিনিয়া জিনি’র ‘ও সাথী’ আমাদের বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত