বরগুনার আমতলীতে টমটম উল্টে চালক নিহত আল নোমান আল নোমান বরগুনা প্রতিনিধি প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, মে ৭, ২০২২ | আপডেট: ১:২৯:পূর্বাহ্ণ, মে ৭, ২০২২ টমটম উল্টে চাপায় চালক মোঃ রুবেল ম্যালকার (৩২) নিহত এবং আমজেদ পাহলান আহত হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার হাজারটাকা বাঁধের ব্রীজে। জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া গ্রামের টমটম চালক মোঃ রুবেল ম্যালকার তার টমটমে আমজেদ পাহলানের গাছ বোঝাই করে হাজারটাকার বাঁধে নিয়ে আসতেছিল। ওই বাঁধের ব্রীজে ওঠার সময় টমটম উল্টে খালে পড়ে যায়। এতে ওই টমটমের নিচে চাপা পড়ে চালক রুবেল এবং গাছ মালিক আমজেদ পাহলান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী নেয়ার পথে চালক রুবেল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মারা যান। আহত আমজেদ পাহলানকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওইদিন রাতেই নিহত রুবেলের মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত রুবেলের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুন পুলিশের নির্দেশনায় মসজিদের মাইকিং, ডাকাত আতঙ্কে গ্রামবাসীর পাহাড়া বরগুনার আমতলীতে মোঃ আবুল কাশেমের ২৯তম গ্রন্থের মোড়ক উন্মোচন