নলছিটি প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সাংবাদিক আব্দুল মন্নান ফারুক্কী আর নেই মোঃ শাহাদাত হোসেন মনু মোঃ শাহাদাত হোসেন মনু সিনিয়র সাংবাদিক প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২ | আপডেট: ১০:১৩:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২ ঝালকাঠির নলছিটি প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান ফারুক্কী আর নেই। শুক্রবার(১৫ এপ্রিল) ভোর ৬ টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বিকেল সাড়ে ৫ টায় নলছিটির নান্দিকাঠী মারকাজুল কুরআন মাদরাসা মাঠে জানাজা শেষে রাতে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। আরও পড়ুন একুশের সকালে অমর থাকবেন আবদুল গাফ্ফার চৌধুরী: শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন