শবনম জাহান এর ‘দেশ ভাবনা’ এ আল মামুন এ আল মামুন স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২ | আপডেট: ৬:২৬:অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২ নিজেস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে শিক্ষকতাকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। পার করেছেন প্রায় এক যুগ। বিষয়ভিত্তিক বই রচনার পাশাপাশি ইদানিং সামাজিক সমস্যাগুলো নিয়ে সহজ সরল ভাষায় লিখে যাচ্ছেন একের পর এক বই। সন্তানদের ধীরে ধীরে বড় করার ক্ষেত্রে যেসব সামাজিক-পারিবারিক এবং শিক্ষা প্রতিষ্ঠান এর অসঙ্গতিগুলো চোখে পড়েছে সেই ভাবনার বহিঃপ্রকাশ এই বইতে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত “দেশ ভাবনা “শব্দটির সাথে পাঠকেরা একটা রাজনৈতিক গন্ধের যোগসুত্র খুঁজে পান সবসময়ই। দেশের উন্নয়ন মানে উন্নয়ন গণতন্ত্র নির্বাচন নাগরিকদের ভোট তথা মতামত প্রদান। স্বাধীনতার এত বছর পরও কেবলমাত্র রাজনৈতিক উন্নয়ন কে একমাত্র মাপকাঠি না ধরে দেশের প্রতিটি নাগরিকের মানসিকতার মাপকাঠিতে ধরেন এই লেখিকা। উন্নত মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এই মানসিকতা পরিবর্তন শুরু হোক পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। আর দায়িত্ব প্রতিটি পরিবারের একমাত্র দায়িত্ব বলে মনে করছেন শবনম জাহান। তৃণলতা প্রকাশনা থেকে বের হয়েছে এই বইটি।বর্তমানে পওয়া যাচ্ছে বই মেলার ৩৭৩ ও ৩৭৪ নম্বর স্টলে। আরও পড়ুন দশমিনায় মাদক বিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড এবং গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ বন্ধ একুশের সকালে অমর থাকবেন আবদুল গাফ্ফার চৌধুরী: শিক্ষামন্ত্রী