উত্তরার সীসেল রেস্টুরেন্টে জমকালো আয়োজনে পালিত হলো অরিশের জন্মদিন এ আল মামুন এ আল মামুন স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ | আপডেট: ১০:৫৪:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ নিজেস্ব প্রতিবেদকঃ উত্তরা সীসেল রেস্টুরেন্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো উত্তরা পূর্ব থানার এস আই খালেদ আনোয়ার এর একমাত্র ছেলে আবরার তাজওয়ার অরিশ এর প্রথম জন্মদিন। অনুষ্ঠানে পরিবারের সদস্য ছাড়া উপস্থিত ছিলেন অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছেলের জন্মদিন প্রসঙ্গে এস আই খালেদ আনোয়ার জানান, ‘সবার কাছে অনেক কৃতজ্ঞ বোধ করি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় সুখ যে আজ আমার ছেলের জন্মদিন। জীবনে অনেক বড়ো হও বাবা দোয়া করি। তোমার জীবনের উজ্জ্বল ভবিষ্যত কমনা করছি।দেখতে দেখতে বাবার এক বছর পূর্ণ হয়ে গেলো।’ তিনি আরো বলেন ‘আল্লাহর কাছে প্রর্থনা সর্বদা যাতে আমার ছেলেকে সুস্থ রাখে ও নেক হায়াত দান করে। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।’ আরও পড়ুন নিয়মিত লেবুর পানি খেলে বিস্ময়কর উপকার ঢাবি ছাত্রদলের আহ্বায়ক হলেন আকতার