নেত্রকোণায় জাতীয় ভোটার দিবস পালিত জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২ | আপডেট: ৪:০৪:অপরাহ্ণ, মার্চ ২, ২০২২ নেত্রকোণা প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ বুধবার (০২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে এ কর্মসুচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জাতীয় ভোটার দিবসের উদ্ভোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী রের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সোহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ইদি আমিনসহ আরো অনেকে। আরও পড়ুন ঝালকাঠিতে নদী ভাঙ্গন কবলিত দুঃস্থদের মাঝে চেক বিতরণ রাজাপুরে জঙ্গী সংগঠনের সদস্য সন্দেহে যুবক গ্রেপ্তার