চাঁদপুরে ১২ বাল্কহেডসহ আটক ২৭ জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২ | আপডেট: ১০:৪৭:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২ চাঁদপুরে ১২ বাল্কহেডসহ ২৭ জনকে আটক করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর ও তার আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। নৌ পুলিশ জানায়, প্রয়োজনীয় নেভিগেশন যন্ত্রাংশ এবং দক্ষ চালক দিয়ে চালনা না করার কারণে বালুবাহী বাল্কহেডগুলো রাতের বেলা যাত্রীবাহীসহ অন্যান্য নৌ যানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এতে এসব বাল্কহেডের জন্য প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়লে তৎপর হয়ে ওঠে নৌ পুলিশ। এর প্রেক্ষিতে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সফিকুল ইসলামের নির্দেশে বিশেষ এই অভিযান শুরু করা হয়। নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘রাতের বেলায় পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ায় আইন অমান্য করে বাল্কহেড চলছিল। সেটি প্রতিরোধ করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২টি বাল্কহেড ও ২৭ জনকে আটক করা হয়।’ নৌ পুলিশ সুপার আরও বলেন, ‘অভিযানে অবৈধ আড়াই লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়েছে। জনসম্মুখে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক সবার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’ আরও পড়ুন পুলিশের নির্দেশনায় মসজিদের মাইকিং, ডাকাত আতঙ্কে গ্রামবাসীর পাহাড়া বরগুনার আমতলীতে মোঃ আবুল কাশেমের ২৯তম গ্রন্থের মোড়ক উন্মোচন