পরিকল্পিতভাবে একজন ব্যবসায়ীকে জীবননাশের হুমকি থানায় জিডি এ আল মামুন এ আল মামুন স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২ | আপডেট: ৬:১৪:অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২ নিজেস্ব প্রতিবেদকঃ কোন কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে লিফট্ দাঁড় করানোর মিথ্যা অভিয়োগে স্বনামধন্য একজন ব্যবসায়ী ও তার কন্যাকে নাজেহাল,গালিগালাজ ও শারীরিক আঘাতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে ভাষানটেক থানাধীন ক্যান্টনমেন্টের রোড ৮ এর ৫১নং বাসায়। এবিষয়ে ভাষানটেক থানায় ভুক্তভোগি নিজেই সাধারণ ডাইরী করেছেন। ডাইরী নং ৪১২ ও তারিখ ১০|০১|২০২২। জিডিতে উল্লেখ করা হয় ১০জানুয়ারি বিকেল সাড়ে চারটায় অভিযোগকারী তার মেয়েকে সাথে নিয়ে ফ্ল্যাট থেকে নিচে নামার উদ্দেশে লিফটের সামনে দাড়াঁয়। এমন সময় জনৈকা মিসেস আশরাফ ও তার ছেলে মারমুখি হয়ে কোন কিছু বোঝার আগেই মেয়েকে ধাক্কা দেয় ও গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তার ছেলেও উত্তেজিত হয়ে বলে লিফট কেন ধরে রেখেছিস একথা বলে চড়াও হয়। তারা ইতিপুর্বে সবার সাথেই দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। এর প্রতিকারে থানায় জিডি ও পরবর্তীতে মামলা করা হবে বলে অভিযোককারী মোঃ সদরউদ্দিন জানিয়েছন। আরও পড়ুন সাংবাদিক নোমানীকে হত্যাচেষ্টার মামলায় কুখ্যাত কালু মোল্লা কারাগারে দশমিনায় মাদক বিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড এবং গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ বন্ধ