রাজ কামালের নির্দেশনায় জামশেদ শামীম,অরিন ও রাশেদ খানের ‘জনমের বিদায়’ Fatema Ferdoushi (Anu) Fatema Ferdoushi (Anu) বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২ | আপডেট: ১১:১২:পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২ অনন্যা অনু, বিনোদন প্রতিবেদকঃ বুধবার (৫ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় আর কে এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল নতুন মিউজিক ভিডিও ‘জনমের বিদায়’।গীতিকার সালাউদ্দিন সাগর। সুর করেছেন পলক হাসান সুমন, সঙ্গীত আয়োজনে ছিলেন এসবি সোহাগ।গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী এসবি সোহাগ।মডেল হিসাবে ছিলেন- জামশেদ শামীম,অরিন ও রাশেদ খান।’জনমের বিদায়’ গানের ভিডিও নির্মান করেছেন নির্মাতা রাজ কামাল। প্রযোজনা করেছেন আর কে প্রোডাকশন। অভিনেতা জামশেদ শামীম বলেন, নতুন বছরের শুরুতে নতুন গান প্রকাশ পেল ‘জনমের বিদায়’। গানের অসাধারন। অরিন ও রাশেদ খানের সাথে কাজ করে ভালো লেগেছে।আশা করছি দর্শক ভালো ভাবে গ্রহন করবে। প্রযোজক ও মডেল রাশেদ খান বলেন,গানের গল্পটা ভালো লাগছে।জামশেদ শামীম ও অরিন ভালো ভালো কাজ করেছে।পরিচালক রাজ কামালের কাজটি ধরে ধরে করেছেন।আমাদের গল্পের রসায়নটা দারুণ ছিলো। পরিচালক রাজ কামাল বলেন, নতুন বছরের শুরুতে গানটি অবমুক্ত করা হয়েছে। গানের কথা ও গল্পটা ভালো জামশেদ শামীম,অরিন ও রাশেদ খান সবাই কষ্টে করে কাজটি করেছে। গানটি দেখলে বুঝতে পারবে। আরও পড়ুন চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় সায়মা স্মৃতি ঈদের জন্য নির্মাণ হয়েছে চমক তারা-মুন্না খানের ‘দিলে লাগে টান’