রহমতপুরে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন আরিফ হোসেন আরিফ হোসেন বাবুগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১ | আপডেট: ৩:২৬:পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১ রহমতপুরে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শাখাটির উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাক ব্যাংক বরিশাল জোনের আরএম বিধান চন্দ্র মুখার্জি। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল টেরিটরি ব্যবস্থাপক নাজমুল হক, বরিশাল ব্রাঞ্চ ব্যবস্থাপক বিপুল কৃঞ্চ কর্মকার, এজেন্ট ব্যাংকিং অফিসার বেলাল হোসেন প্রমুখ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এজেন্ট ভাই ভাই এন্টারপ্রাইজ এর আয়োজনে দোয়া- মোনাজাত, কেক ও ফিতা কেটে শাখাটির উদ্বোধন করা হয়। আরও পড়ুন আমদানি নির্ভরতা কমিয়ে ব্যাটারি শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষে তাওহীদ ব্যাটারী ইন্ডাস্ট্রি লিঃ যাত্রা শুরু অনলাইন গরুর হাটে সাড়া নেই বরিশালে মহানগরে দুটি হাট