বিএনপির অস্তিত্ব টিকে থাকা নিয়ে স’ন্দেহ প্রধানমন্ত্রীর জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২১ | আপডেট: ১১:৪০:পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২১ রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব টিকে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, অ’স্ত্র চো’রাচালান, ২১ আগস্ট গ্রেনেড হা’ম’লা, এতিম’দের অর্থ আত্মসাত মা’ম’লায় সাজা’প্রাপ্ত পলাতক আ’সা’মির নেতৃত্বে একটি রাজনৈতিক দল টিকে থাকবে কীভাবে? রোববার যু’ক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যু’ক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব অ’স্ত্র চো’রাচালান ও দু’র্নী’তির পাশাপাশি হ’ত্যা মা’ম’লায়ও সাজা’প্রাপ্ত হয়েছে। শেখ হাসিনা বলেন, কেবলমাত্র আমাদেরই (সরকার) না, খালেদা জিয়ার ছে’লেদের করা এই দু’র্নী’তি আ’মেরিকার এফবিআইয়ের করা ত’দ’ন্তেও উঠে এসেছে। তিনি আরও বলেন, আম’রা (সরকার) বিদেশ থেকে তাদের পাচার করা কিছু অর্থ দেশে ফেরত আনতে সক্ষম হয়েছি। আরও পড়ুন আগামী নির্বাচনেও ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনে বিজয়ী হবে আ.লীগ: কাদের আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবেনা –আমির হোসেন আমু এমপি