কলাপাড়ায় কলেজছাত্রীকে সু-কৌশলে অপহরণের পর ধর্ষণ জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১ | আপডেট: ৯:৫১:অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১ পটুয়াখালীর কলাপাড়ায় এইচএসসি পড়ুয়া এক কলেজ ছাত্রীকে অপহরণের পরে ধর্ষণের অভিযোগ উঠেছে অপর এক কলেজছাত্রর বিরুদ্ধে। সোমবার দুপুরের দিকে ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মংগলবার ধর্ষক আবু বক্কর সিদ্দিক (২৪) কে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ও মামলার বিবরনে জানা যায়, পার্শ্ববর্তী গলাচিপা সরকারি কলেজের এইচএসসি’র ওই শিক্ষার্থীর সাথে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের বাসিন্দা মো: মহসিন হাওলাদারের ছেলে আবু বক্ককের সাথে ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আবু বক্কর সিদ্দিক বিয়ের প্রলোভন দেখিয়ে সু-কৌশলে তাকে অপহরন করে পাঁচজুনিয়া গ্রামে তার বাড়ীতে নিয়ে আসে। একপর্যায়ে তাকে ধর্ষণ করে ওই বাড়ীতে একা রেখে পালিয়ে যায়। এসময় ওই বাড়ীতে অন্যকোন সদস্য ছিল না। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তায় ধর্ষিতা উদ্ধার হয়। কলাপাড়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আসাদুর রহমান সাংবাদিকদের জানান, কলেজছাত্রীকে সুকৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে খালি বাড়ীতে এনে ধর্ষন করে ধর্ষক। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার উদ্দ্যোগ নেয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো: ইমরান হোসেন গনমাধ্যমকে জানান, ধর্ষক আবু বক্কর সিদ্দিককে আটকের চেষ্টা চলছে এবং তা অব্যাহত রয়েছে। আরও পড়ুন দশমিনায় মাদক বিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড এবং গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ বন্ধ মহিপুরে ভাইকে বেঁধে রেখে শিশুকে ধর্ষণ