আবারো ফ্যামিলি ভিসা চালু করছে কাতার জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২১ | আপডেট: ৭:৫০:পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২১ করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা ফ্যামিলি ভিজিট ভিসা আবারও চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিকরা এখন থেকে এই ভিসার আবেদন করতে পারবেন। এর মাঝে নাম আছে বাংলাদেশেরও। মঙ্গলবার (১৩ জুলাই) কাতারের স্থানীয় সংবাদমাধ্যম পেনিনসুলা কাতারের এক প্রতিবেদনে জানানো হয়েছে তবে ফিলিপাইন এবং নেপালের নাম অন্তর্ভুক্ত থাকলেও এ দুই দেশের নাগরিকদের কাতারে পৌঁছানোর পর বাধ্যতামূলক ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইন পালন করতে হবে। আরও পড়ুন বিয়ে ভেঙেছে, এবার পাস করিয়ে দিন’, পরীক্ষার খাতায় ছাত্রীর অনুরোধ লকডাউনে পার্টি: শেষমেষ ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী