করোনায় সংগীত পরিচালক ফরিদ আহমেদের মৃত্যু জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১ | আপডেট: ১০:১৭:পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক ও সুরকার ফরিদ আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২০ মার্চ ফরিদ আহমেদ অসুস্থ হয়ে পড়েন। এরপর ২১ ও ২৩ মার্চ তিনি টেস্ট করালে করোনা নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না ঘটলে তিনি পুনরায় ২৫ মার্চ টেস্ট করান এবং তখন তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বেশ কয়েকদিন ধরে ফরিদ আহমেদ লাইফ সাপোর্টে ছিলেন। ২০১৭ সালের সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনা করে এ পুরস্কার অর্জন করেন তিনি। আরও পড়ুন করোনায় মৃত্যু নেই, শনাক্তের হার ১-এর নিচে একদিনের ব্যবধানে ফের বাড়লো সংক্রমণ ও মৃত্যু