বাবুগঞ্জে জাতীয় সমাজকল্যান পরিষদের মাস্ক বিতরণ আরিফ হোসেন আরিফ হোসেন বাবুগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১ | আপডেট: ৮:২০:অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১ বাবুগঞ্জে জাতীয় সমাজকল্যান পরিষদের মাস্ক বিতরণ বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি : করোনা সংক্রমণ প্রতিরোধে বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদের প্রদত্ত মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্মাযালয়ের মাধ্যমে মাস্ক বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (৫ এপ্রিল) উপজেলার পাচরাস্তা এলাকায় শতাধীক লোকের মাঝে জাতীয় সমাজকল্যান পরিষদের মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাহমুল হাসিব, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, রহমতপুর ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, ওবায়দুল, ছাত্রলীগ নেতা স্বজল প্রমুখ। আরও পড়ুন আউশ ধান চাষে ব্যস্ত কৃষকরা। ধানের দাম ভালো থাকায় আবাদে ঝুঁকছে কৃষকরা। বরগুনার আমতলী সরকারী কলেজে অধ্যক্ষ নেই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কার্যক্রম। শিক্ষক সংঙ্কটে পাঠদান ব্যহত।