শার্শায় নবাগত নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১ | আপডেট: ৭:২৯:অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১ মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নবাগত নির্বাহী অফিসারের সাথে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বুধবার (১০ই মার্চ) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা সহকারী ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আইসিটি অফিসার আহসান হাবীব। এসময় মতবিনিময় সভায় উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আরও পড়ুন পুলিশের নির্দেশনায় মসজিদের মাইকিং, ডাকাত আতঙ্কে গ্রামবাসীর পাহাড়া বরগুনার আমতলীতে মোঃ আবুল কাশেমের ২৯তম গ্রন্থের মোড়ক উন্মোচন