নেত্রকোনার আটপাড়ায় ইজিবাইকের চাকায় উড়নার প্যাচিয়ে ছাত্রীর মৃত্যু জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ | আপডেট: ৪:৩১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনায় ব্যাটারী চালিত চলন্ত ইজিবাইকের চাকায় গলার উড়না প্যাঁচিয়ে ঝর্না আক্তার (১০) নামক এক স্কুল ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টার দিকে জেলার আটপাড়া উপজেলার স্বল্প শুনুই এলাকায়। নিহত ঝর্না আক্তার নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ডেমুড়া গ্রামের নুরুজ্জামান মিয়ার মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঝর্না আক্তার বুধবার তার দাদীর সঙ্গে নেত্রকোনা থেকে বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি শুনুই এলাকায় পৌছলে ঝর্ণা আক্তারের উড়না চলন্ত ইজিবাইকের চাকায় প্যাঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। ইজিবাইকের যাত্রীরা উড়নার প্যাচ ছাড়িয়ে দ্রæত তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আরও পড়ুন ভেড়ামারার ৬ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশের উন্নয়ন দেখে অনেক দেশ ঈর্ষান্বিত হচ্ছে ……… আমির হোসেন আমু