বিপাকে বরিশাল চট্টগ্রামের কাছে হেরে জি এম নিউজ জি এম নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ | আপডেট: ৩:৪৫:পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ ১৪৯ রানের সংগ্রহ নিয়েও লড়াই করার সুযোগ ছিল বরিশালের, কিন্তু চট্টগ্রামের ২ ওপেনার যখন শুরুতেই ২টি নতুন জীবন পান তখন লড়াই হয়ে যায় দুঃস্বাধ্য। শেষপর্যন্ত আর মা’ঠে টিকতে পারেনি বরিশাল। অন্যদিকে, ১৫০ রানের ল’ক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা কাগজে কলমে ভালই হয়েছে চট্টগ্রামের। লিটন দাসের জায়গায় সুযোগ পাওয়া সৈকত আলী আর সৌম্য সরকারের ওপেনিং জুটিটা হ’য়েছিল ৭৯ রানের। বঙ্গবন্ধু টি-২০ কাপে চট্টগ্রামের কা’ছে হেরে কঠিন থেকে কঠিনতর হলো বরিশালের এলিমিনেটরে যাওয়ার পথ। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে বরিশাল। জ”বাবে ৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম। এই ম্যাচের সেরা হ’য়েছেন সৌম্য সরকার। আরও পড়ুন ছক্কা বাঁচানোর চেষ্টায় ছিটকে গেলেন স্মিথ ‘কোটিপতি’ হওয়ার প্রতিদানের চ্যালেঞ্জ ইলেক্ট্রিশিয়ানের ছেলের