স্থাপন করা হলো স্বপ্নের পদ্মাসেতু জি এম নিউজ জি এম নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ | আপডেট: ৩:০৮:পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ যা লেখা ছিল পদ্মা সেতুর শেষ স্প্যানে চীনা ভাষায় লেখা ছিল ‘আমরা বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে বদ্ধপরিকর। অতিযত্ন সহকারে নানা সমস্যা মোকাবিলা করে শিগগিরই আমরা এ সেতু বাস্তবে রূপ দেব। ’ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সেতুর শেষ স্প্যানটিতে চায়না ও ইংরেজি ভাষায় কিছু বার্তা লিখেছিল প্রতিষ্ঠানটি। শেষ স্প্যান বসানোর মতই যে লেখার প্রতি কৌতূহল বাংলা ভাষাভাষী মানুষের। স্প্যান ও স্প্যানবাহী ক্রেনের গায়ে চীনা ভাষায় যা লেখা ছিল পদ্মা সেতু নিয়ে বাংলাদেশিদের জন্য একটি শুভেচ্ছা বার্তা। স্থাপন করা হলো স্বপ্নের পদ্মাসেতুর সর্বশেষ অর্থ্যাৎ ৪১তম স্প্যান। আর এ স্প্যানটি স্থাপনের মাধ্যমে পূর্ণ হলো সেতুর মূল অবকাঠামো নির্মাণ। দীর্ঘ এই সেতুর মূল অবকাঠামো নির্মাণের দায়িত্বে রয়েছে চীনা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আরও পড়ুন বাবুগঞ্জে কেদারপুর ও লাশঘাটা ব্রীজের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক আমার গ্রাম আমার শহর : পল্লি উন্নয়নের বিশাল প্রকল্প