দিনাজপুর পৌরসভা নির্বাচনে উঠান বৈঠক করে ভোট চাইলেন মেয়র প্রার্থী আহমেদ শফি রুবেল এন.আই.মিলন এন.আই.মিলন দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০ | আপডেট: ৮:৩৯:অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০ এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী ঢাকাইয়াপট্টি এলাকায় জেলা জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয়দের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সারওয়ার জাহান নবাবের সঞ্চালনায় ৪ ডিসেম্বর শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (মেয়র প্রার্থী) আহমেদ শফি রুবেল তার বক্তব্যে বলেন, আমি দিনাজপুর পৌরবাসীর নিকট ভোট নয় বরং রাস্তাঘাট ড্রেন-কালভার্ট সমস্যা দূরীকরণ, দূনীর্তি নিরোধে ও সামাজিক সহনশীলতায় মেয়র করণের লক্ষে দোয়াও আশির্বাদ চাই। তিনি বলেন, হুইপ, মেয়র দ্বন্দ্বে দিনাজপুরের রাস্তাঘাটসহ পৌরবাসীর বেহাল অবস্থা, উন্নয়নের অর্থ ভেস্তে যেতে বসেছে। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করেছিল। জাতীয় পার্টির আমলে দেশের আমূল উন্নয়ন হয়েছে দিনাজপুর পৌরবাসী আগামী নির্বাচনে তৃতীয় ব্যক্তি হিসেবে জাতীয় পার্টির প্রার্থী মেয়র নির্বাচিত করার চিন্তা করছে। আগামী নির্বাচনে আমায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে অন্যায় মূলক কাজকে প্রতিরোধ করা এবং ডিজিটাল পৌরসভা ডিজিটাল পৌরসভা গড়ার সুযোগ। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আনিসুজ্জামান মিলন, লাইসুর রহমান লাভলু স্থানীয় শিলন চৌধুরী, প্রমুখ। আরও পড়ুন আমতলীতে পায়রার নদীর বালু পায়রা নদীতেই অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেন দম্পতির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ