জঙ্গিবাদের বিরুদ্ধে কলাপাড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ॥ জি এম নিউজ জি এম নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০ | আপডেট: ২:৫৯:পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় জঙ্গিবাদ, মৌলবাদী ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার শেষ বিকালে বিক্ষোভ মিছিলটি পৌর শহেরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সুরেন্দ্র মোহন সড়কের মনোহরী পট্টিতে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধার সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের নাবেক সভাপতি কাউন্সিলর হুমায়ন কবির, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহামুদুল হাসান সুজন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ যুবরাজ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হায়াদার মিঠু, মো: আল আমিন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক খালিদ খান, সাবেক সাংগঠনি সম্পাদক ইলিয়াসসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা । এদিকে সোমবার রাতে মহিপুর থানা যুবলীগের নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এসময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, যুগ্ন অহবায়ক মাসুদ রানা, কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক শেখ মো: ইসাহাকসহ যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহন করে। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট বলেন, বাংলাদেশে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। স্বাাধীনতা বিরোধী জামাতের আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে তার ধারাবাহিকতায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে মহিপুর থানা যুবলীগ ও কুয়াকাটা পৌর যুবলীগ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। আরও পড়ুন আমতলীতে পায়রার নদীর বালু পায়রা নদীতেই অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেন দম্পতির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ