মৃত নারীদের ধর্ষণ নিয়ে যা বললেন মুন্নার মামা জি এম নিউজ জি এম নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০ | আপডেট: ৩:৩৩:পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০ এ বিষয়ে মুন্নার মামা জতন কু’মার লাল জানান, ‘মুন্না গত দুই-তি’ন বছর ধরে তার সহযোগী হিসেবে মর্গে কাজ করে। তা’র বাবার নাম দু’লাল ভগত। গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ বা’জারে। সে আরও দুই-তি’ন জনের সঙ্গে মর্গের পাশে এক’টি কক্ষেই রাতে থা’কতো।’ রাজধানীর সো’হরাওয়ার্দী হাসপাতালের মর্গে থাকা মৃ’ত নারীদের ধর্ষণের জঘন্যতম অপরাধের অভিযোগে গ্রেফতার হয়েছেন মু’ন্না ভগত (২০) নামে এক ডোম সহকারী। এরপর তাকে আদালতে তোলা হয়। আদালতে স্বীকারো’ক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। এরপর তা’কে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিভিন্ন স্থান থেকে যেসব লাশ ময়’নাতদন্তের জন্য মর্গে নেওয়া হতো, সেই লা’শের মধ্য থেকে নারীদের ধর্ষণ করতেন মুন্না বলে জানায় সিআইডি। সোহরাওয়ার্দী হাস’পাতাল মর্গে ডোম জতন কুমার লা’লের সহযোগী হিসেবে কাজ করতেন গ্রে’ফতার হওয়া মুন্না ভগত। সম্পর্কে তিনি মামা হতেন। তিনি জানান, ‘মু’ন্নাকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মোবা’ইল নম্বরও বন্ধ। এ কারণে তারা বৃ’হস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শে’রেবাংলা নগর থানায় একটি সাধারণ ডা’য়েরি (নম্বর- ১২৩৬) দায়ের করেন।’ জতন লাল কু’মার আরও জানান, ‘মুন্না মাঝে মধ্যে গাঁ’জা বা নেশাটেশা কর’তো। কিন্তু এ র’কম একটি কাজ সে ক’রতে পারে, তা ভাব’তেই পারছি না।’ আরও পড়ুন খুন করেছে সাবেক প্রেমিক, জেল খাটছে স্বামী-ভাসুর স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় ‘বন্ধু’কে আসামি করে মামলা